ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের দাওয়াতে খেতে গেলে খরচ দিতে হবে আপনাকেই! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ১২ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ইন্টারনেটে চোখ রাখলেই এমন কিছু খবর নজরে আসে, যা আপনি কস্মিনকালেও শোনেননি। কিতাবি ভাষায় যাকে বিচিত্র খবর বলেও আখ্যা দেওয়া হয়। এমন খবর গুলো ভাইরালও হয় দ্রুত। কখনও প্রশংসা পায় আবার কখনও নিন্দিতও হন খবরের চরিত্র গুলো। ঠিক যেমন আমেরিকার এক দম্পতির অবাক সিদ্ধান্তে হইচই পড়ে গেল নেটদুনিয়ায়। পক্ষে বিপক্ষে মত দিতে দাঁড়িয়ে গেলেন নেটিজেনরা।

কী এমন ঘটল যা নিয়ে নেটদুনিয়ায় তর্কবিতর্ক? গল্পটা হল, ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি বিয়ের নিমন্ত্রণ পত্র। যেখানে পাত্র-পাত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে, রিসেপশনে আসতে হলে অতিথিদের খরচ করতে হবে ৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে আট হাজার টাকা। 

তবে শুধু এখানেই আটকে থাকলেন না মার্কিন এই বর-কনে। নিমন্ত্রণপত্রে সাফ জানালেন, অনুষ্ঠানের প্রবেশমুখেই থাকবে উইশ করার একটি জায়গা সেখানে টাকা সহযোগে নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে হবে। এই টাকা দিয়েই নাকি তারা সারবেন হানিমুন ট্রিপ।

এদিকে এই দম্পতির বিয়ের আগে থেকেই নাকি রয়েছে তিন সন্তান এবং একটি বাড়ি!

নিমন্ত্রণপত্রটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক। অনেকের মতে, দম্পতির এই ধরনের আচরণ মোটেও সভ্য নয়। এটা রীতিমতো অতিথিদের অপমান করা।

অন্যদিকে, অনেকে আবার মনে করছেন, নিজেদের খরচ বাঁচাতে এই ধরনের সিদ্ধান্ত সত্যিই প্রশংসা করার মতো। 

সূত্র: সংবাদ প্রতিদিন 

এসবি 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি